ইন্ডিয়ান ফিল্ম মেকার্স এসোসিয়েশনের সভা কলকাতায়

Spread the love

কলকাতা (২৪ জানুয়ারী ‘২৫):- কোলকাতার চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তির উপস্থিতিতে ‘ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ নিযুক্ত হলেন চলচ্চিত্র পরিচালক বাদল সরকার।

‘ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর জাতীয় অধ্যক্ষ দিলীপকুমার এইচ আর প্রতিষ্ঠাতা তথা মহাসচিব পুলাগন রামচন্দ্র রেড্ডী আজ কোলকাতার ই এম বাইপাস সংলগ্ন এক রেস্তরাঁয় উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাদল সরকার-কে সংস্থার পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ রূপে নিয়োগপত্র দিয়ে গেলেন।

‘ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখার দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বাদল সরকার জানিয়েছেন, “আগামী ১২ থেকে ১৪ এপ্রিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চৌহদ্দীতে অবস্থিত ‘রথীন্দ্র মঞ্চ’-এ ‘ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় প্রথমবার আয়োজিত হবে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল’।”
সাংবাদিক সম্মেলনে বাদল সরকারের পাশে বসে সংস্থার জাতীয় অধ্যক্ষ দিলীপকুমার এইচ আর জানান, “২০১৯ থেকে বিভিন্ন রাজ্যে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে ‘ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন’,” অপর পক্ষে সংস্থার জাতীয় মহাসচিব পুলাগন রামচন্দ্র রেড্ডি বলেছেন, “সংস্থার দশম আন্তর্জাতিক চলচ্চিত্র রূপে কলকাতায় আয়োজিত হবে ‘বে অব বেঙ্গল’।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *