ইন্দপুর ব্লক এ বাংলার শস্য বীমা শিবির পরিদর্শনে কৃষি দপ্তরের স্পেশাল কমিশনার।
সাধন মন্ডল বাঁকুড়া:–পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের ফসলের বীমা করানো হয় । এই বিমার টাকা কৃষকের কাছ থেকে নেওয়া হয় না দরখাস্ত পূরণ করে জমা দিলে তা পশ্চিমবঙ্গ সরকার বহন করে । প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে সেই ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায় । পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের রাজ্যের স্পেশাল কমিশনার হৃষিকেশ মুদী অন্যান্য আধিকারিকদের নিয়ে পুরুলিয়া বাঁকুড়া পরিদর্শনে এসেছেন। সোমবার পুরুলিয়া পরিদর্শন সেরে আজ মঙ্গলবার বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ইন্দপুর গ্রাম পঞ্চায়েত লাগোয়া দুর্গা দালানের শিবিরে হাজির হন। সেখানে তিনি উপস্থিত কৃষকদের সাথে কথা বলেন তাদের হাতে ফর্ম তুলে দেন এবং যথাযথভাবে ফর্ম গুলি পূরণ করে জমা দেওয়ার অনুরোধ জানান। ফসল বীমা করার প্রয়োজনীয়তা নিয়ে তিনি উপস্থিত কৃষকদের বিশেষভাবে অবহিত করান। এলাকার কৃষকরা খুশি এরকম একজন উচ্চ পর্যায়ের আধিকারিককে তাদের সামনে পেয়ে।পরিদর্শনে তার সাথে ছিলেন উপসহ কৃষি অধিকর্তা (প্রশাসন) আদিত্য দুয়ারী সহ কৃষি দপ্তরের আধিকারিক বৃন্দ।ইন্দপুর ব্লক সহ কৃষি অধিকর্তা জগন্নাথ পান্ডা উপস্থিত কৃষকদের সমস্ত রকম সহযোগিতা করবেন বলেও তিনি জানান।