সাধন মন্ডল,
আজ ৩১শে অক্টোবর ভারতবাসী তথা জাতীয় কংগ্রেসের কাছে একটি শোকের দিন আজ বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আই এন টি ইউ সি এর পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবস উদযাপন করা হলো গোবিন্দ নগর বাস স্ট্যান্ড সংলগ্ন কার্যালয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বীরভূম জেলা কংগ্রেস নেতৃত্ব অভিজিৎ মূখাজী । বাঁকুড়া জেলা আই এন টি ইউ সি সভাপতি ও রাজ্য কংগ্রেস সহ সভাপতি শ্রীমন্ত নন্দী, বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আই এন টি ইউ সি ও বাঁকুড়া জেলা আই এন টি ইউ সি এর সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল, আই এন টি ইউ সি নেতা তপন গরাই, উজ্জ্বল চন্দ, রশিদ খান, পীযূষ বীর, পরেশ সিনহা ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ। প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি সহ নেতৃ বৃন্দ প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে আলোচনা করেন।
