সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের ইন্দ্রবিল স্টেশনে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে উন্নততর রেল পরিষেবা, পুরুলিয়া- হওড়া ভায়া মশা গ্রাম ট্রেনের স্টাপেজ, লোকাল ট্রেনের টিকিটের মূল্য সমতা বোঝায় রেখে টিকিটের মূল্য ধার্য করা, সহ একাধিক দাবি নিয়ে ইন্দ্রাবিল স্টেশন মাস্টারের, কাছে স্বারকলিপি জমা দিলেন তৃনমূল কংগ্রেস উপস্থিত ছিলেন সোমেন বেলথরিয়া , সুপ্রিয় হালদারও এলাকার কর্মী বৃন্দ।