সেখ সামসুদ্দিন,
শুরু হয়েছে রমজান মাস, চলছে ভোটও ; অনেক মুসলিম ধর্মালম্বী মানুষের নানা রকম ডিউটি পড়ছে ভোটে, তাদের অনেকেই রোজা রাখছেন নিয়ম মেনে। কিন্তু সময় মতন রোজা ভাঙ্গার সুযোগ বা ব্যবস্থা কোনোটাই নেই নির্বাচন কমিশনের তরফে। তাই সে বিষয়ে কমিশনকে জানিয়ে অনুরোধ করল পল্লীমঙ্গল তার ব্যবস্থা করার জন্য। রোজা ভাঙ্গার জন্য খরচ বা আয়োজন পোলিং পার্সোনালরা নিজেরা করলেও সেই সময় টুকু চেয়ার ছেড়ে উঠে গিয়ে নমাজ পড়ার জন্য যে রিলিভার দরকার তার প্রসঙ্গও লেখা হয় চিঠিতে বলে জানান পল্লীমঙ্গল সম্পাদক। পল্লীমঙ্গলে আশা নির্বাচন কমিশন এব্যাপারে কর্ণপাত করবে ও স্বাধীন দেশের প্রত্যেক ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবে।