ঈদুল আযহা উপলক্ষে রাজনগর থানায় শান্তি বৈঠক
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আগামী ১৭ই জুন সমগ্র দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ঈদুল আযহা উৎসব পালন করবেন।দেশের অন্যান্য অংশের পাশাপাশি রাজনগরেও পালিত হবে পবিত্র ঈদুল আযহা। এই উৎসব যাতে এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালোভাবে উদযাপন করতে পারেন এবং উক্ত উৎসবকে ঘিরে এলাকায় কোনরকম অশান্তি ও বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি না হয়, সেই উদ্দেশ্যে রাজনগর থানা এলাকার এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার স্থানীয় থানা কক্ষে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিএসপি হেডকোয়ার্টার মহম্মদ তৌহিদ আনোয়ার এর উপস্থিতিতে এদিনের শান্তি বৈঠক আয়োজিত হয়।এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর – চয়ন ঘোষ, রাজনগর থানার ওসি দেবাসিস পন্ডিত, রাজনগর শান্তি কমিটির সম্পাদক প্রদীপ দে, রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান,বিশিষ্ট সমাজসেবী মহম্মদ শরীফ, গাফফার খান, মাধব দত্ত, শেখ কাবুল, আবু বক্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।