ঈদের দিনে ভোট প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী

Spread the love

ঈদের দিনে ভোট প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী

। চষে বেড়ালেন জঙ্গলমহলের রানীবাঁধ রকের বিভিন্ন এলাকা। মুকুটমনিপুর জলাধারে নৌকায় চেপে ,আদিবাসী গ্রামে ধামসা মাদল বাজিয়ে, ঝুনঝুনি বাজিয়ে ভোট প্রচারে দলীয় কর্মীদের সাথে দিনভর কাটালেন তিনি। আজ রানীবাঁধ ব্লকে বিভিন্ন গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে বেশ আনন্দ উপভোগ করলেন। আদিবাসীদের সাথে তাদের সংস্কৃতিতে তাকে অভ্যর্থনা জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ধামসা মাদল বাজিয়ে বরণ করেন তারা। তাদের সাথে ধামসা মাদলে বোল তুললেন তিনি। সাথে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তৃণমূল নেতা গৌউর টুডু, বিভবতি টুডু, রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি চিত্ত মাহাত সহ দলীয় নেতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *