ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুই জনের।
সেখ সামসুদ্দিন, ৫ মেঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুরের হাজিপুর মোড়ে ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের দুই জনের। মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, দুই জন, বড় সেখ মহসিন আলী, বয়স ২২ বছর এবং শেখ ইমরান আলী , বয়স ১৯ বছর। দুজনেরই বাড়ি মেমারির মগলমপুরের পশ্চিম পাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায় শেখ ইমরান আলী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পারিবারিক সূত্রে আরো জানা যায়, ঈদ উপলক্ষে গ্রাম দেবীপুরে ঘুরতে গেছিল দুই জন, ফেরার পথে ঘটে দুর্ঘটনা। তারা একটি ট্রাক্টর এর পিছনে গিয়ে ধাক্কা মারায় এমন দুর্ঘটনা ঘটে বলে পরিবারের অনুমান। আজ বৃহস্পতিবার মৃতদেহ দুইটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় মেমারি থানার পুলিশ।