ঈদ উপলক্ষে সিউড়ি ঈদ গাহ ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

ঈদ উপলক্ষে সিউড়ি ঈদ গাহ ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- দীর্ঘ একমাস কেয়াম সাধনার পর মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে বয়ে আনে একরাশ আনন্দ। সেই আনন্দকে সকলের সাথে আরো ভালো ভাবে আনন্দ ভোগ করতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরূপ ১১ ই এপ্রিল,বৃহস্পতিবার অনুষ্ঠিত
পবিত্র ঈদ উপলক্ষে বীরভূম ডিস্ট্রিক ঈদ স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে ১১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সিউড়ি ঈদগাহ ময়দানে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক কল্যাণ ভট্টাচার্য,সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ লক্ষ্ণীনারায়ণ মন্ডল প্রমুখ। এছাড়াও আয়োজক কর্মকর্তাদের মধ্যে ছিলেন এসোসিয়েশনের সভাপতি টুলু মন্ডল, কার্যকরী সভাপতি কাজী ফরজুদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রেজা ও গিয়াসউদ্দিন খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিশু থেকে বয়স্ক তথা সকল স্তরের মানুষ অংশ নেয় এবং আনন্দ উপভোগ করার দৃশ্য লক্ষনীয় । খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য সম্প্রীতির নজির হিসেবে এদিন
ক্রীড়ামোদীদের সবার জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে সিউড়ীর শ্রী সত্য সাঁই সেবা সমিতি। তাছাড়াও ক্রীড়া অনুষ্ঠানের শেষে শ্রী সত্য সাঁই সেবা সমিতির সদস্যরা ক্রীড়া প্রাঙ্গণটির চতুর্দিকে সাফাই অভিযান করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *