উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যা,দুবরাজপুর শহরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে একটি শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।উদ্যোক্তা ছিলেন স্থানীয় এলাকার শিল্পীবৃন্দ। এদিন ৩৪ জন শিল্পী বিভিন্ন ধরনের শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। সমৃদ্ধি ঘোষের ভারতনাট্যম নৃত্যের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গিটারে দরবার রাগ বাজিয়ে শোনান জগন্নাথ ঘোষ।বেহালা বাজিয়ে শোনান তোরসা ব্যানার্জি এবং ঋতম দাসবৈষ্ণব। এছাড়াও চন্দ্রচূড় পাল,মৃন্ময় দত্ত, দুর্গাচরণ ঘোষ,রামপ্রসাদ ঘোষ সহ বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।শিল্পীদের তবলায় সহযোগিতা করেন অসীম রুজ,ফটিক কবিরাজ,শ্যামাপ্রসাদ সেন সহ অন্যান্যরা।উদ্যোক্তাদের পক্ষে প্রিয়জিৎ ভট্টাচার্য বলেন দীর্ঘদিন এলাকায় উচ্চাঙ্গ সংগীতের আয়োজন করা হয়নি, তাই আজ এমন অনুষ্ঠানের আয়োজন।