উচ্ছেদের সময় ত্রিপাক্ষিক বৈঠকে পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় অবস্থান বিক্ষোভ

Spread the love

উচ্ছেদের সময় ত্রিপাক্ষিক বৈঠকে পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় অবস্থান বিক্ষোভ

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক ফুটপাত দখল মুক্ত এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযানে নামে রাজ্যের বিভিন্ন পৌরসভার ন্যায় রামপুরহাট পৌরসভা।সেক্ষেত্রে রামপুরহাট শহর জুড়ে ফুটপাতে বসবাসকারী ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করা হয়।সে নিয়ে বহু আন্দোলন বাধা বিপত্তি স্বত্ত্বেও তাদেরকে উঠিয়ে দেওয়া হয় ফুটপাত থেকে। সেই উচ্ছেদ অভিযানের সময় রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে সিপিআইএম নেতৃত্বের বক্তব্য। সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সিপিআইএম রামপুরহাট-১ ও ২ এরিয়া কমিটির পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট শহরের ডাকবাংলা মোড়ে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও এই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের এখনো পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তারই প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচি বলে জানা যায়। উপস্থিত ছিলেন সিআইটিইউ বীরভূম জেলা কমিটির সদস্য সঞ্জীব মল্লিক, সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন প্রমুখ নেতৃত্ব। একান্ত সাক্ষাৎকারে সঞ্জীব মল্লিক বলেন- রাজ্য ও রেল প্রশাসনের নিষ্ঠুরতায় উচ্ছেদ হয়ে সর্বস্বান্ত । রামপুরহাটের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসন চাই। বিশ্বাসঘাতকতা নয়, মহকুমা ও পৌর প্রশাসনকে হকারদেরকে দেওয়া পুনর্বাসনের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *