শুভ ঘোষ,
কোলকাতা প্রেসক্লাবে আয়োজিত হল উডল্যান্ডস সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। চিকিৎসার উত্তরাধিকার প্রজন্মের বয়ে চলেছে।ঐসব চিকিৎসকদের হাত ধরেই তৈরি হচ্ছে উডল্যান্ডসের ৭৫তম বৎসর গৌরবময় ইতিহাস । পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৯৪৮ থেকে ১৯৬২ সালে প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। উডল্যান্ড সুপার ফেসালিটি হসপিটালে চিকিৎসকের দিবসের দিন সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন উডল্যান্ড হসপিটাল এর ম্যানেজিং ডিরেক্টর ও সিও ডঃ রুপালি বাসু, ডক্টর মালতি পুরকাইত,সিওও রেডিওলজি প্রধান ডঃ সৌমিত্র ভট্টাচার্য, ইনভার্সিভ ক্যাডোলজির প্রধান চিকিৎসক ডক্টর প্রসূন মিত্র, ল্যাবরেটরি সার্ভিসের প্রধান ডক্টর মৈনাক চক্রবর্তী, ইনভেসিভ কার্ডিয়লজি প্রধান চিকিৎসক ডক্টর প্রসুন মিএ, woodlans হসপিটালের মেডিকেল ডেপুটি সুপারিন্টেডেন্ট ডঃ সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।