উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির ত্রাণ সামগ্রী সংগ্রহ

Spread the love

উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির ত্রাণ সামগ্রী সংগ্রহ

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই নিরানন্দে পরিণত হয়ে উঠেছে এলাকাবাসীদের কাছে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধ্বস নামার ফলে বড় মানুষের মৃত্যুও ঘটেছে। বন্যা বিদ্ধস্ত এলাকায় ত্রাণ সামগ্রী সহ এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ শাসক দলের হাতে আক্রান্ত হন। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য ব্যাপী বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়। অনুরূপ দুবরাজপুর ও খয়রাসোলে পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়। পরবর্তীতে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা সহ অন্যান্য দলীয় কর্মীরা দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাজার এলাকা সহ বুথ স্তরে ঘুরে ঘুরে উত্তর বঙ্গের বন্যা বিদ্ধস্তদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহে পথে নামে। এদিন বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা অর্থের বিনিময়ে চাল,ডাল,তেল,কম্বল, সোয়াবিন, বিস্কুট, সাবান,ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুবরাজপুর থেকে ক্রয় করে ছোট হাতি গাড়ির মাধ্যমে বিজেপির জেলা কার্যালয় সিউড়ি অফিসে পাঠানো হয়। দলীয় সূত্রে জানা যায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থান থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে একত্রে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবে।
ত্রাণ সামগ্রী পাঠানোর মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, স্টেট কাউন্সিল সদস্য সুকুমার নন্দী,ব্লক কো কনভেনর অনুপম বাগ, নৃপেন্দ্র নাথ সাহা, প্রকাশ দত্ত প্রমুখ দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *