উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকদের হাতে ফেরালো শিবপুর পুলিশ 

Spread the love

উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকদের হাতে ফেরালো শিবপুর পুলিশ 

ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ। শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হঠাৎ এক অজানা নং থেকে ফোন কল, ভুল বুঝে ব্যাক্তিগত তথ্য শেয়ার করলেই সঙ্গে সঙ্গে উধাও লক্ষাধিক টাকা। এই ধরণের সাইবার জালিয়াতির তদন্তে সাফল্য শিবপুর থানার। দুটি পৃথক সাইবার ক্রাইমের অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নামে শিবপুর থানার। প্রথম অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উদ্ধার হয় প্রতারিত অর্থের ১,০৩,২৬৫/- টাকা এবং দ্বিতীয় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উদ্ধার হয় প্রতারিত অর্থের ১,০৩,৫৮৭.৫৬/- টাকা। শিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, অন্যান্য অফিসারদের উপস্থিতিতে প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত অর্থ ফিরিয়ে দেন।সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতন থাকুন। যেকোনো ভুয়ো কল বা অসুরক্ষিত লিঙ্ক এড়িয়ে চলুন। যে কোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে আপনার নিকটবর্তী থানা বা হাওড়া সিটি পুলিশের সাইবার থানায় যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *