উদ্ধার হলো শিশুর মৃতদেহ – এলাকায় চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
ঘন জঙ্গল। সেখানে লোকজন কার্যত যায়না। সেখানেই একটা জায়গাকে কেন্দ্র করে একদল কুকুরের অস্থির আচরণ, সঙ্গে দুর্গন্ধ। স্বাভাবিকভাবেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি দেখার জন্য কয়েকজন কৌতুহলবশত জায়গাটির দিকে এগিয়ে যায় এবং দেখেই তারা চমকে যায়। চমকে যাওয়ার মত ঘটনা! তারা দেখে সেখানে পড়ে আছে কাপড়ে মোড়া একটা শিশুর বিকৃত মৃতদেহ। সঙ্গে সঙ্গে তারা আসানসোল দক্ষিণ থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনাটি আসানসোলের কালিপাহাড়ির কুর্তিয়া পাড়া এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশের অনুমান শিশুটির বয়স ১১-১২ মাস হবে। শিশুটির কোনো পরিচয় জানা যায়নি। কে বা কারা এখানে শিশুটিকে ফেলে রেখে গেছে সেটি জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।