শুভদীপ ঋজু মন্ডল,
মহকুমা এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজ চলছে তা সরেজমিনের পরিদর্শন করতে সারেঙ্গা ব্লকে হাজির হয়েছিলেন খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ব্লকে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ ও সোলার সিস্টেমের কাজ সরজমিনে পরিদর্শন করেন। কাজ ঠিকমত হচ্ছে কিনা তা তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও স্থানীয়দের কাছ থেকে জানতে চান তিনি বলেন সরকারি কাজ যাতে নিয়ম মেনে করা হয় তা সকলের দেখা দরকার। এদিন এই পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম সহ মহকুমা শাসকের দপ্তরের একজন SAE ও বিশিষ্টরা