উন্নয়নের পাঁচালী প্রচারে পাড়ায় সংলাপ কর্মসূচি

উন্নয়নের পাঁচালী প্রচারে পাড়ায় সংলাপ কর্মসূচি

সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ পাড়ায় সংলাপের দ্বিতীয় দিনেই দল নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে দলের কর্মসূচি পালন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, এম এল এ, সহ সভাপতি। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন আজ যান আবুজহাটি ১ অঞ্চলে তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল প্রধান রমজান শা, অঞ্চল সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা। পাঁচড়া অঞ্চলে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, বিদ্যুৎ কর্মাধক্ষ্য শিপ্রা ওঝা সহ অন্যান্যরা। জামালপুর ১ অঞ্চলে ছিলেন সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি শেখ আলিম, প্রধান ডলি নন্দী, উপ প্রধান ও জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা। প্রত্যেক জায়গাতে মন্দিরে পুজো দিয়ে পাড়ায় সংলাপের প্রচার শুরু করেন তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথা প্রচার করেন, উন্নয়নের পাঁচালী বই বিতরণ করেন, মানুষের সমস্যার কথা শোনেন। সেই এলকাতেই মধ্যাহ্ন ভোজন সেরে দ্বিতীয় পর্বে জনসংযোগ সারেন। বিধানসভা ভোটের আগে পাড়ায় সংলাপের মধ্য দিয়ে তৃণমূল জনসংযোগের কাজ শুরু করে দেয় বলে মনে করা হচ্ছে। এছাড়াও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন আজ আবুজহাটি ১ ও ২ অঞ্চলে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে তিনটি পথশ্রী রাস্তার উদ্বোধন করেন।

Post Comment

You May Have Missed