উন্মোচিত হলো ‘বিশ্বরূপা’ সাহিত্য পত্রিকার মোড়ক

Spread the love

উন্মোচিত হলো ‘বিশ্বরূপা’ সাহিত্য পত্রিকার মোড়ক

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -:

   সম্প্রতি প্রায় শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাহিত্য প্রেমী প্রকাশনা সংস্থা 'পরিধি ছাড়িয়ে পাবলিকেশন'-এর উদ্যোগে সংস্থার বার্ষিক সংকলন 'বিশ্বরূপা' সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচিত হয়।  

 অনুষ্ঠানে সমরেন্দ্রনাথ ঘোষ, অচিন্ত্য কুমার মন্ডল, রঞ্জনা গুহ, কুন্তল গুহ, মুস্তাক আহমেদ,  শুভ্রা ঘোষ, সর্বানী দাস, সৌমিলি মন্ডল, রূপশ্রী দাস, জিয়াউল হক মন্ডল, উজ্জ্বল কান্তি দাস,  মলয় কুমার মাঝি, সেখ মনিরুদ্দিন, সঙ্গীতা কর    প্রমুখ কবি-সাহিত্যিকদের একক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। 

  'প্রফুল্লিত তারা' নামে অপর একটি সংস্থার একটি গ্রন্থের প্রচ্ছদের মোড়ক উন্মোচিত হয়।  প্রত্যেক কবির দশটি করে পাতা নিয়ে এই সংকলনটি তৈরি করা হয়েছে। এছাড়াও ছয় জন কবি-লেখকের গল্প-কবিতার বইয়ের প্রচ্ছদও উন্মোচন করা হয়।

  অনুষ্ঠানে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। নবীন কবিদের সামনে প্রবীণ কবিরা তাদের অভিজ্ঞতার ভাণ্ডার তুলে ধরেন এবং প্রকৃত সাহিত্য সাধক হিসাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একসময় মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। 

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট  কবি-সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার রাজু দাস। 

    উদ্যোক্তাদের পক্ষ থেকে  শাল ও হস্তশিল্প সামগ্রী দিয়ে সভাপতিকে বরণ করা হয় এবং তাকে নিয়ে পত্রিকার সম্পাদিকার লেখা ফ্রেম  বন্দী একটি কবিতার বই তার হাতে তুলে দেওয়া  হয়। রাজু দাসের হাতে হস্তশিল্প সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একইসঙ্গে যথাযোগ্য মর্যাদা সহকারে উপস্থিত কবিদের বরণ করা হয়।

    নিজের বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখ করে সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন।

   অন্যদিকে নাট্যকার রাজুবাবু তার বক্তব্যে বাংলা সাহিত্যের বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন। পাশাপাশি বাংলা সাহিত্য জগতে বিশেষ অবদান রাখার জন্য সংস্থার ভূয়সী প্রশংসা করেন। 

   স্বাগত ভাষণে সংস্থার কর্ণধার মধুমিতা ধূত উপস্থিত কবিদের সামনে সংস্থার বিভিন্ন কাজের পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। আগামী দিনে এই সংস্থাকে আরো উঁচুতে তুলে নিয়ে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হন। এরজন্য উপস্থিত কবিদের তিনি সহযোগিতা প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *