উপহার হিসাবে মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন এলাকার বিধায়ক
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান -:
দুর্গাপুজো মানেই বাঙালিদের কাছে এক আবেগ। কষ্ট হলেও প্রত্যেকেই চেষ্টা করে নতুন জামাকাপড় কিনতে। কখনো কখনো জনপ্রতিনিধিরাও এগিয়ে আসেন নিজ নিজ এলাকার বাসিন্দাদের হাতে নতুন পোশাক তুলে দিতে। গত কয়েকবছর ধরেই পুজোর প্রাক্কালে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লকের ১২ টি ব্লকের মহিলাদের হাতে উপহার হিসাবে তুলে দেন নতুন বস্ত্র। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহুলা স্কুল মাঠে আয়োজিত হল বস্ত্রদান শিবির। বিধায়কের পক্ষ থেকে বহুলা ও গোগলা পঞ্চায়েতের প্রায় ১১ হাজার মহিলার হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। লক্ষ্য ৬০ হাজার বস্ত্র বিতরণ করা। জানা যাচ্ছে খুব শীঘ্রই সবার হাতে পৌঁছে যাবে নতুন বস্ত্র। নতুন বস্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে বিধায়কের আন্তরিকতায় প্রত্যেকেই খুব খুশি।
বস্ত্র বিতরণের সময় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বিধায়ক বলেন, দেবী মা আসছেন মর্ত্যে। এদিকে চিন্ময়ী মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই কর্মসূচি পালন করে থাকি। আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক মা যে আসেন এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে। আমি চাই সবাই পুজোর সময় আনন্দ করুক।