উরস মোবারক: হজরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে ভব্য নাতিয়া মাহফিল অনুষ্ঠিত

উরস মোবারক: হজরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে ভব্য নাতিয়া মাহফিল অনুষ্ঠিত

হাওড়া (ঘুসুড়ি):
হজরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহির উরস মোবারক উপলক্ষে হাওড়ার ঘুসুড়ির মাজার প্রাঙ্গণে গভীর শ্রদ্ধা, ভক্তি ও রুহানিয়তপূর্ণ পরিবেশে এক ভব্য নাতিয়া মাহফিলের আয়োজন করা হয়। এই পবিত্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন শ্রী বদরু দোজা আনসারি। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খ্যাতনামা নাতখোয়ান ও আলেমদের হৃদয়স্পর্শী নাত পরিবেশনে সমগ্র পরিবেশ রুহানিয়তায় ভরে ওঠে। নাত পরিবেশনকারীদের মধ্যে ছিলেন জনাব হাফিজ লুকমান রজা, জনাব হাফিজ এহসান রিজভি (ইমাম, সৈয়দ মীর মসজিদ), জনাব হাফিজ গুলাব আশরাফি, ডা. সেলিম আখতার, শ্রী পরভেজ হাবিবি, শ্রী হাসান রজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। নাত ও দোয়ার মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আত্মিক শান্তির বার্তা ছড়িয়ে পড়ে।

এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী আব্দুল কাইয়ুম আনসারি, শ্রী জামিল আহমদ আনসারি (শিবপুর) এবং শ্রী ইমতিয়াজ আনসারি (সভাপতি, স্পোর্টস সেল, বালি ব্লক, তৃণমূল কংগ্রেস)। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন শ্রী মোহাম্মদ সেলিম খলিফা, শ্রী জাভেদ আখতার, শ্রী কামরুদ্দিন আনসারি, শ্রী বীরু খান (সভাপতি, স্পোর্টস সেল, বালি ওয়ার্ড নং ১৮), শ্রী আতা মোহাম্মদ, শ্রী আশরাফ আলি, শ্রী শাবির আলি ও শ্রী মোহাম্মদ আলি জৌহর। অতিথিরা উরসের তাৎপর্য তুলে ধরে ভালোবাসা, মানবতা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তদের মধ্যে লঙ্গর ও মিষ্টি বিতরণ করা হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন ফিরোজ আনসারি, মোহাম্মদ শফিক, ওয়াসিম আখতার ও তাসলিম আখতার—তাঁরা আগতদের আন্তরিকভাবে স্বাগত জানান ও উরসের শুভেচ্ছা জানান।

এই উরস অনুষ্ঠান কেবল ধর্মীয় আস্থার প্রতীকই নয়, বরং সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Post Comment

You May Have Missed