সেখ সামসুদ্দিন,
পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে উল্লাস মোড় সংলগ্ন জাতীয় সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির ও পদযাত্রা করা হয়। ট্রাকচালক, বাইক চালকদের সচেতন করার পাশাপাশি প্রত্যেককে মাস্ক ও স্যানেটাইজার প্রদান করা হয়। জাতীয় সড়কে টোটো ও মোটরভ্যান চলাচলা না করার ব্যাপারে প্রচার ও পদক্ষেপ গ্রহণ করা হয় এদিন, উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (২) সঞ্জয় চ্যাটার্জী। পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান ‘প্রতিটি গাড়িতে ট্রাফিক সচেতনতা বিষয়ক ও কোভিড সচেতনতা মূলক প্রচার লিফলেট ও স্টিকার বিলিও করা হয়।’