“ঊরসে আলা হজরত” উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান,রাজনগর মীর সাহেবের মাজারে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- প্রতি বছরের ন্যায় এবারেও রাজনগর রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির পক্ষ থেকে এলাকার ঐতিহ্যবাহী মীর সাহেবের মাজারে আলা হজরতের ঊরস উপলক্ষ্যে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঝাড়খণ্ড সহ রাজনগরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা পুরুষ নির্বিশেষে সহস্রাধিক ভক্ত সমাগম ঘটে এবং তাবারুক গ্রহণ করেন৷ রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির সভাপতি মৌলানা শওকাত আলী, সেক্রেটারী মৌলানা রিজওয়ান আলম, লঙ্গর বিভাগের সভাপতি হাফিজ আহমদ রাজা, সম্পাদক কারী রিয়াজ সাফী কাদরী সহ কমিটির কর্মকর্তা প্রতিনিধিদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷ কমিটি সূত্রে জানা যায়, এদিন সকালে কোরান তেলাওয়াত, কুলখানি, চাদরপোষী, মিলাদ মেহেফিল, ফাতেহা ইত্যাদির পাশাপাশি ঊরষে আলা হজরত সম্পর্কেও
প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন উপস্থিত হাফিজ,কারী মৌলানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত লঙ্গর তথা সিন্নির আয়োজন করা হয় আগত সমস্ত ব্যাক্তিদের জন্য৷ যাবতীয় কর্মসূচি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এমনটাই জানান রাজায়ে মুস্তাফা ইমাম কমিটির পক্ষ থেকে৷ এছাড়াও বলেন আগামী দিনে আরও বড় ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।