এএসআই থেকে এস আই পদে উন্নীত জেলার দুই পুলিশ আধিকারিক
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
জেলার দুই প্রান্তে দুই থানার এএসআই থেকে এস আই পদে উন্নীত করার বার্তা দেওয়া হয় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে। প্রেরিত বার্তার স্মারক সংখ্যা ওআরজি 14/আর ও তারিখ 04/01/2025। জানা যায় এএসআই থেকে এস আই পদে উন্নীত দুবরাজপুর থানার আত্মারাম ঘোষ এবং মাড়গ্রাম থানার সৈয়দ হোসনা জামাল।শনিবার বীরভূম জেলা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই বার্তা ঘোষণা করা হয়। উল্লেখ্য বর্তমানে
আত্মারাম ঘোষ বীরভূমের দুবরাজপুর থানায় এএসআই পদে এবং সৈয়দ হোসনা জামাল মাড়গ্রাম থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার এক বিজ্ঞপ্তি জারি করে এই পদোন্নতির কথা জানিয়েছেন।