একই নাম্বারে তিনটি ট্রাক উদ্ধারে কুলটি পুলিশ

Spread the love

কাজল মিত্র,

কুলটি থানার বড়সড় সাফল্য


একই নম্বরের তিনটি ট্রাক উদ্ধার

– কুলটি থানার অন্তর্গত এলাকায় কূলটি থানার উদ্যোগে বড় সড় সাফল্য পেল কুলটি পুলিশ । গত বছর 2020 বছরে ট্রাক নিখোঁজের অভিযোগ কোর্ট কমপ্লেন মারফত দায়ের করেন ।তারপর কুলটি থানার পুলিশ তদন্তে নেমে খবর পাই যে কুলটি এলাকাতে ৩টি ট্রাক একই নম্বর প্লেট লাগিয়ে চলছে। খবর পেয়ে কুলটির চিনাকুড়ি ও কুলটি এলাকা থেকে ৩টি একই নম্বর প্লেট লাগানো ট্রাক উদ্ধার করে কুলটি থানার পুলিশ ।এর পর তদন্ত করতে গিয়ে জানাযায় গতবছর 2020 সালে কোর্টে অভিযোগের মারফত ধর্মেন্দ্র সাও নামে এক ব্যাক্তি ট্রাক নিখোঁজের অভিযোগ করেন ।এর পরই কুলটি থানার পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ।মিথ্যে ট্রাক চুরির অভিযোগ দায়ের করে একই নম্বর প্লেট লাগিয়ে ৩ টে ট্রাক বিভিন্ন ব্যাবসার কাজে গাড়িগুলো চালানো হচ্ছে !পুলিশ অভিযোগ কারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে চ্যাঞ্চলকর তথ্য ট্রাকের ফাইনান্স এর টাকা না দেয়ার জন্য এই মিথ্যা ট্রাক চুরির অভিযোগ কোর্ট থেকে করেন ।পুলিশ এই ঘটনাতে দুজন কে গ্রেফতার করে ।অভিযোগকারী ধর্মেন্দ্র সাও সহ আরো একজন কে এই চক্রে সহযোগিতা করার জন্য গ্রেফতার করে কুলটি থানার পুলিশ ও একইনম্বর প্লেট লাগানো ৩টি ট্র্যাক উদ্ধার করা হয় ।ধৃত ২জনই কুলটি থানার এলাকার বাসিন্দা !ঘটনার বিষয় কুলটি থানাতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান এসি۔পি ۔কুলটি এম ডি ওমর আলী মোল্লা !পুলিশ আরো তদন্ত করে দেখছে আরো কেউ ঘটনাতে জড়িত কিনা !বা কী ভাবে ৩টি ট্রাক একই নম্বর প্লেট লাগিয়ে কী ভাবে চলছিলো তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *