একটানা বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালি ও কয়লা ভর্তি ট্রাক্টর,ডাম্পার, সাইকেল সহ চালক হেলপার আটক জেলার বিভিন্ন স্থানে

Spread the love

একটানা বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালি ও কয়লা ভর্তি ট্রাক্টর,ডাম্পার, সাইকেল সহ চালক হেলপার আটক জেলার বিভিন্ন স্থানে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
১৩ ই আগস্ট সকাল থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। যার ফলে বেশকিছু অবৈধ বালি ও কয়লা পরিবহনের সময় হাতেনাতে ধরা পড়ে। জানা যায় প্রথমত, সিউড়ি থানার তারাপুরের সংলগ্ন পাকা রাস্তার উপর সিউড়িগামী বালি বোঝাই দুটি ট্রাক্টর সহ দুই চালককে আটক করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে তারা স্থানীয় থানার খটঙ্গা অবৈধ বালি মজুদ কেন্দ্র থেকে বালি সংগ্রহ করত কোনো ই-চালান ছাড়াই।
দ্বিতীয়ত, মহম্মদবাজার থানার প্যাটেলনগর পাকা রাস্তার উপর মুর্শিদাবাদগামী একটি বালি বোঝাই ডাম্পার সাথে চালক সহ দুই সহকারীকেও আটক করা হয়। ডাম্পারটিতে মহম্মদবাজার থানার অধীনস্থ খড়িমাটি বালি ঘাট থেকে ই চালান ছাড়াই অবৈধভাবেই বালি সংগ্রহ করত। তৃতীয়ত, মুর্শিদাবাদগামী বালি বোঝাই একটি ডাম্পার ময়ূরেশ্বর থানার কোলেশ্বরের কাছে চালক ও সহকারীকে আটক করে। চালকের বক্তব্য অনুযায়ী সাঁইথিয়া থানার সাঁইথিয়া নতুন সেতুর কাছে অবৈধ বালি ব্লক থেকে বালি সংগ্রহ করা হয়েছিল ই-চালান ছাড়াই।
সর্বশেষে, সিউড়ি থানার নগরী গ্রামের কাছে পাকা রাস্তার উপর ৫ কুইন্টাল অবৈধ কয়লা বোঝাই দুটি সাইকেল সহ দুইজন আটক করা হয়েছে।
অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর এবং দুটি ডাম্পার ও কয়লা বোঝাই দুটি সাইকেল সহ আটককৃত চালক ও সহকারীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অবৈধ ব্যবসার জন্য ব্যবহৃত প্রতিটি যানবাহনের চালক, সহকারী এবং মালিকদের বিরুদ্ধে যথাযথ আইনের আওতায় মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *