একটা জীবন এমনও হয়

Spread the love

একটা জীবন এমনও হয়

সোমা নায়ক (কলকাতা)

এমন কোনো শ্রাবণ সন্ধ্যা বেলায়
দেখা হবে তোমার, আমার, আমাদের।

বৃষ্টি ভেজা গাছের পাতার ফাঁকে
থাকবে ছুঁয়ে দু এক ফোঁটা জল
ভাষা হারিয়ে আমরা দুজন বোবা।
তাকিয়ে থাকব একে অপরের দিকে।
আমার কথার বাক্স গিয়েছে হারিয়ে।
তুমিও খানিক ইতস্তত হয়তো।

ঘরে ফিরবে ক্লান্ত শ্রমিক-মন।
তাদের জন্য তোমার মনে ‘আহা’
তাদের জন্য বাহবা তোমার- বাহা।

আমার জন্য রইল তবে কি?
কিচ্ছুটি নেই? আমার ভাগ্যে ফাঁকি?

ফিরবে বাসায় আকাশ খোঁজা পাখি
উঠবে ডেকে আপন সুরে সুরে
হাসবে তুমি। বলবে আমায় ডেকে
বুঝতে পারো, বলছে ওরা কী?

আমি তোমার রকম সকম দেখে।
অবাক হবো। হয়তো বলবো – শোনো,
বুঝতে পারো সবার মনের কথা?
পড়তে পারো না বলা শব্দ, ভাষা?

বলো তবে, কি চাই তোমার কাছে?
বলো, কেন তুমি আমি নই আমরা?

তুমি তখন যাচ্ছ ফিরে, ধীরে
স্তব্ধ আমি দাঁড়িয়ে আছি একা
ইচ্ছে করছে হাতটা ধরি। বলি
বলে যাও, কবে আবার হবে দেখা?
বলো, বলো, এটাই কি শেষ দেখা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *