একটা নিস্তব্ধ রাত চেয়েছিলাম
মৃগয়া পাণ্ডে (বাংলাদেশ)
একটা নিস্তব্ধ রাত চেয়ে ছিলাম
নিরালা রাত!
মেঠো কাস্তের চাঁদ ফাগুনের নিবিড় রাত।
নদীর নিঝুম পাড় ভাঙা শীতল বাতাস
স্নায়ুযুদ্ধর পূর্বাভাস ।
চেয়েছিলাম একটা আস্ত গোটা রাত
চেয়েছিলাম
বুকের পাশে আরেক পাঁজরের উত্তাপ,
চেয়েছিলাম নক্ষত্রের অন্ধকারের নিচে
দুটি নগ্ন হাত।
চেয়েছিলাম- আমার বুকের পরে
ঝরে পড়ে যাক সভ্যতার ক্লান্ত অবসাদ।
পৃথিবীর কানে কানে,
বাতাসের গানে গানে,
আধো তন্দ্রাঘোরে মশারী দোল খাক।
চেয়েছিলাম নিঃসঙ্গ বুকের উপরে ভিজে খোঁপার চুল শুকাক।
একটা উষ্ণ হাত
হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ছুঁতে চাক।
ওষ্ঠো উষ্ণ ঠোঁটের আলপথে মন পিছলে যাক।
একটা আলোহীন অন্ধকার রাত চেয়েছিলাম
শীতের রাতের চড়ুই পাখির ছানার মতো
গা ঘেঁষে দীর্ঘ রাত পেরুতে চেয়েছিলাম।
একবার এই অনন্ত ব্রাহ্মান্ডের আন্তরিকতায়
ঐকান্তিকতা চেয়েছিলাম।
নগ্ন পায়ে তোমার বুকের আলপথ ধরে
একবার শুধু একটিবার
তোমার হৃদয় নদীতে স্নান সেরে নিতে চেয়েছিলাম।