একটু ভালোবাসার খোঁজে

Spread the love

একটু ভালোবাসার খোঁজে

তিতলী রায় (কলকাতা)

সময়ের স্রোতে ভাসিয়ে গা কাটিয়ে এসেছি অনেকটা পথ
কিছু মুহূর্ত বড়ো সুখময় আবার কিছুটা শুধু অসহায়,
এসেছিলো কাছে ভালোবাসা বুঝি স্বপনে আঁখি হয়ে বিভোর
দুবাহু বাড়িয়ে ধরতে গেলেই হারাই কেবল গোলোক ধাঁধায়।

বসে একাকী নির্জনে মনে ভীড় করেছে হাজার প্রশ্ন
পায়নি উত্তর অসহায় মনে পাগলের মতো নেশা লাগে,
কতো ফাগুন বসন্ত দোরে এসে ডেকে ফিরে গেছে
অভিমানে দূরে সরে আজ শুধু আলেয়ার ধাঁধা জাগে।

ঋতুচক্র প্রকৃতির রূপ রসে সজ্জিত এক অনন্ত ভান্ডার
কতবার ছুটে গেছি পলাশের বনে রাঙাবো মন গোপনে,
কৃষ্ণ চূড়া খোঁপার মাঝে দেয়নি কখনো আজও ধরা
নীরবে নিঃশব্দে কুরে খাচ্ছে একাকীত্বের বেদনা চোখের কোনে।

রাতের আঁধার যতই ঘনকালো মেঘের মতো হোক না
ঊষার কিরণ ভেদে আলোর ছটা দেয় ছড়িয়ে ভুবনে,
মন তবুও পায় না খোঁজ সঠিক মনের ঠিকানা
হয়তো বা রামধনু রঙ আঁচল পেতে নি স্বপনে।

আকাশ পানে তেপান্তরে কতো পাখী যায় উড়ে
ওদের সবার ভালোবাসা নীল আকাশে ডানা মেলা
এমনি করেই যদি পেতাম এক টুকরো ভালোবাসা আমিও
কাটিয়ে দিতাম সেই খুশীতে ডগমগ হয়ে সারাটি বেলা।

সব আশা কী আর হয় পূর্ণ সবার জীবনে
আমার না হয় একটু ভালোবাসার খোঁজে কাটুক প্রত্যাশায়,
হয়তো বা হঠাৎ করে আকুল হৃদয় উঠবে জ্বলে
নিত্য নতুন বছর ঘুরে জাগায় আত্মবিশ্বাস হৃদয়ের কোনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *