একদিনের সাংবাদিকতার প্রশিক্ষণশালা হতে চলেছে

Spread the love

একদিনের সাংবাদিকতার প্রশিক্ষণশালা

আগামী বছরের প্রথম মাসে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিদের ( নুন্যতম ৩০ জন থেকে সর্বোচ্চ ৫০ জন) নিয়ে একদিনের সাংবাদিকতার প্রশিক্ষণশালা হতে চলেছে ।

কুমুদ সাহিত্য মেলা কমিটির ( ট্রাস্ট) এর পরিচালনায় এবং সেইসাথে ( সাপ্তাহিক বীরভূমের কথা, আয়না টেলি নিউজ, পাক্ষিক কামদূঘা, পাক্ষিক সকলের জন্য, সাপ্তাহিক নুতন ভোর, নিউজ স্টারডম, সাপ্তাহিক সুবক্তা, সাতদিন সংবাদ, দক্ষিণ দামোদর নিউজ, বাংলার খবরাখবর, মঙ্গলকোট ডটকম+++) থাকবে।

প্রশিক্ষণশালার কো অডিনেটর – সেখ সামসুদ্দিন ( মেমারি)।

? মোল্লা জসিমউদ্দিন টিপু
সম্পাদক – কুমুদ সাহিত্য মেলা কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *