একশ চল্লিশ তম শ্মশান কালি পূজা
প্রণব ভট্টাচার্য, হাওড়া
হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া শ্মশান কালীপূজা কমিটির আয়োজনে তেরো থেকে একুশে চৈত্র, সাতাশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত পুজোকে কেন্দ্র করে
উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।একশতো চল্লিশ তম বর্ষ শ্মশান কালীপূজা উপলক্ষে পর্যায়ক্রমে নানান ধরনের অনুষ্ঠানের ও মেলায় সনাতন ধর্মাবলম্বী ভক্ত দর্শনার্থীদের ঢল নামবে বলে জানা গেছে। রক্ত দান শিবির, প্রতিভার বিকাশের লক্ষ্যে নানা ধরনের শিক্ষা, সচেতনতা,সাংস্কৃতিক প্রতিযোগিতা,সামাজিক সেবা প্রদান করা হবে । সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন। মন্দির পুনর্নির্মাণ কল্পে সহযোগিতার আহ্বান জানান শুভাকাঙ্ক্ষী, সমাজকর্মী ও উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধির মাধ্যমে।