একুশে জুলাইকে সামনে রেখে বুথে বুথে মিছিল
সেখ সামসুদ্দিন, ১৫ জুলাইঃ একুশে জুলাইকে সামনে রেখে একাধিক কর্মসূচী নিচ্ছে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। গত কাল সমস্ত বুথে বুথে হয়েছে মিছিল। আর আজ ব্লকের ১৩ টি অঞ্চলে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করা হয় আজ। প্রতিটি অঞ্চলের মিছিলে অঞ্চল সভাপতিরা ছাড়াও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। জামালপুর ১ নং অঞ্চলে কর্মী সমর্থকদের সাথে পা মেলান ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন এবারের ধর্মতলার সমাবেশে ব্লক থেকে প্রায় ৫০০০ হাজার কর্মী সমর্থক যাবেন। যাবে ৬০ টি বাস। প্রতিটি অঞ্চলে অঞ্চল সভাপতিরা মিছিলে নেতৃত্ব দেন।