আমিরুল ইসলাম
ভাতার বিধানসভার বিধায়ক একুশে জুলাই শহীদ দিবস পালন করলেন আয়মাপাড়া গ্রামে।
পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আইমাপাড়া গ্রামে একুশে জুলাই শহীদ দিবস পালন করলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।
করোনা ভাইরাস এর জন্য এ বছর একুশে জুলাই কলকাতার মহাসমাবেশ বাতিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তাই তিনি দলের প্রত্যেক কর্মীকে নির্দেশ দেন প্রত্যেকটা বুথে বুথে একুশে জুলাই পালন করতে হবে।
সেই নির্দেশ ভাতার বিধানসভার বিধায়ক সকল কর্মীদের দেন এবং ভাতারের প্রত্যেকটি বুথে বুথে এই একুশে জুলাই দিনটিকে স্মরণ করা হয়।
বিধায়ক সুভাষ মন্ডল জানান নেত্রীর নির্দেশ মত আমরা আজ শহীদ দিবস পালন করলাম। আগামীতেও নেত্রীর নির্দেশ মতো বালের সমস্ত কাজ হবে ভাতার বিধানসভায়।