এক ছাত্রীকে গন ধর্ষণের অভিযোগ, তৃনমূল বুথ সভাপতির ছেলে ও তার সঙ্গীর বিরুদ্ধে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।এ উপলক্ষে সরকারি বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হবে।সেখানে নারীদের বিভিন্ন অগ্রগতি,উন্নয়ন ,স্বাধীনতার কথা প্রকাশ পাবে।কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে নারীদের নিরাপত্তা।সেই নিরাপত্তার অভাবে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গণধর্ষণের শিকার নবম শ্রেণীতে পাঠরত এক স্কুল ছাত্রী।ঘটনাটি বীরভূমের পাইকর থানার নতুনপুকুর গ্রামে।যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা সেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। ধৃত যুবক রুদ্রনগর ৮ নম্বর নতুনপাড়া তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সেতারা বিবির ছেলে বলে জানা যায়।এলাকার বাসিন্দারা জানান,বুধবার বিকেল চারটে নাগাদ বীরভূমের পাইকর থানার বোনহা ওবেদিয়া হাইস্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ছাত্রী। সেই সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নামে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে যায়। এরপর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছাত্রীটকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি স্থানীয় কয়েকজনের নজরে আসতেই হাতেনাতে ধরে এক যুবককে আটকে রাখে এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রীটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য স্থানীয় পাইকর ব্লক হাসপাতালে নিয়ে যায়।সেইসাথে স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত যুবককে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে খবর।