জুলফিকার আলি
পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ গাছ লাগান, প্রাণ বাঁচান! একটি গাছ, একটি প্রাণ- এই অঙ্গীকারকে সামনে রেখে ‘সামিয়ানা’ প্রকল্পে চারাগাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার এগরা-১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেগুয়াতে আয়োজিত হয় চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছবি রানী দাসমহাপাত্র বলেন, “সবুজ বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ দিন ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতের মোট ৩০০টি চারাগাছ তুলে দেওয়া হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেখা প্রধান, ব্লকের বিদুৎ কর্মাধ্যক্ষ আপতার খান, আরবিসি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, অর্ধেন্দু দাসমহাপাত্র, প্রাক্তন উপ-প্রধান ননীগোপাল জানা, রোউফ হোসেন, স্বপন প্রামাণিক, কার্তিক জানা, সঙ্গীতা প্রধান ও তৃপ্তি ত্রিপাঠী প্রমুখ।