এবং দোলযাত্রা
:- পিনাকী চৌধুরী
ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সাড়ম্বরে পালিত হচ্ছে দোলযাত্রা। বৈষ্ণব মতে এই পবিত্র দিনটির গুরুত্ব অপরিসীম। দোলপূর্ণিমার দিনেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিণীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন। তবে সেটা ছিল রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম। আর আজ অর্থাৎ দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে এক অন্যধরনের রীতি প্রচলিত আছে, যা কিনা হোলিকা দহন বা ন্যাড়া পোড়া নামে সুপরিচিত। সত্যি, এ যেন অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উদয় ! আমাদের পশ্চিমবঙ্গে যেটা বসন্ত উৎসব, আসামে আবার সেটাই দ’ল যাত্রা ( অসমীয়া ) । নেপালে ধুমধাম করে পালিত হয় ফাগু পূর্ণিমা। ওড়িশায় আবার দোলা যাত্রা। পশ্চিম বিহারে আবার ভোজপুরিতে ফাগুয়া নামে সুপরিচিত এই রঙের উৎসব। রঙিন শুভেচ্ছা রইল ।।🥰🥰🥰