এবারের পুজোতে বিশেষ “সিয়া শারদ সম্মান 2023″। কলকাতার সেরা পুজোর হাতে বিশেষ সম্মান।
রাজেন বিশ্বাস,
বাঙালির কাছে দুর্গা পুজো মানে এক মহাআনন্দ। পুজোর কটা দিন সবাই মেতে ওঠে আনন্দের সুরে। এই পুজোতে কলকাতা শহরের সেরা পুজো গুলোকে “সিয়া” প্রদান করলো বিশেষ “সিয়া শারদ সম্মান”। সেরা প্রতিমার পুরস্কার পেল হাজরা উদয়ন সংঘ, মাডক্স স্কোয়ার, বানত্রা নবীন সংঘ। সেরা মন্ডপের পুরস্কার পেল সন্তোষপুর ত্রিকোন পার্ক, পল্লী উন্নয়ন সমিতি,পশ্চিম পুটিয়ারী, পুর্বাচল শক্তি সংঘ। সেরা ভাবনার পুরস্কার পেল গল্ফগ্রীন শারদ উৎসব সমিতি। সেরার সেরা পুরস্কার পেল নাকতলা উদয়ন সংঘ। প্রতিটি পুজোর থিম ও মায়ের মূর্তির ভাবনা ছিল আলাদা। টিম “সিয়া” তাদের হাতে তুলে দেয় পুরস্কার। টিম “সিয়া” জানান এটি তাদের প্রথম বছরের পুজো পরিক্রমা, সবার খুব ভালোবাসা পেয়েছে। এইভাবে ভালোবাসা পেলে তারা পরের বছর আরো বড়ো ভাবে এই “সিয়া শারদ সম্মান” নিয়ে আসবে।