খায়রুল আনাম,
বীরভূম : শান্তিনিকেতনের লোহাগড় এলাকায় ক্যানেল সেতুর কাছের ঝোপের মধ্যে একটি পাত্র পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। তারা কাছে গিয়ে দেখেন, ওই পাত্রে গোটা দশেক বোমা রয়েছে। তারা বিষয়টি শান্তিনিকেতন থানায় জানানোর পরই শান্তিনিকেতন থানার পুলিশ সেখানে পৌঁছিয়ে গিয়েছে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল টিমকে। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে।