সাধন মন্ডল,
এভারগ্রীন কালচারাল গ্রুপের উদ্যোগে আজ রবিবার ৫ মাইল দৌড় ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রাইপুরের মাইলিডাঙ্গা মোড়ে। সুরগির খাল থেকে রাইপুর হাসপাতাল মোড় পর্যন্ত পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু প্রাক্তন বিধায়ক উপেন কিসকু রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস সহ বিশিষ্টরা। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয় তাছাড়া অংশগ্রহণকারী সকলকেই সান্তনা পুরস্কারে পুরস্কৃত করা হয়। সংগঠনের সভাপতি কুঞ্জ বিহারী মাহাতো বলেন এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই ধরনের একটি কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং তা সার্বিকভাবে সফল হয়েছে। সংঘের সম্পাদক তরুণ দুলে বলেন একজন মহিলা সহ মোট ৪৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তগুলি সংগ্রহ করে নিয়ে গেছেন খাতড়া মহকুমা ব্লাড ব্যাংক। আমাদের এই সেবামূলক কাজে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই।পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতায় প্রথম শুভদীপ দুলে দ্বিতীয় উৎপল মাহাতো, তৃতীয় রুদ্র দুলে।