এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে ৮ দলীয় একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট, মাঠে উপস্থিত বিধায়ক।
ফাইনাল খেলা শেষ হয় শনিবার চারটে ৫০ মিনিটে।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে একদিনের ৮ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।
চূড়ান্ত পর্বের ফাইনালে ওঠে বাহিরী মহিলা একাদশ বনাম বোলপুর এম এ সি একাদশ।
খেলার নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়।
পরে ট্রাইব্রেকারে জয় লাভ করে বাহিরে মহিলা একাদশ। দুই গোলে।
মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী।
এছাড়াও এলাকার কয়েক হাজার মানুষ মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন।
বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান যে, মহিলারাও দারুন ভাবে ফুটবল খেলছে। এলাকার সকল মানুষকে আনন্দ দিয়েছে দারুন।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।