এসআইআর হেয়ারিং ও ভেরিফিকেশনের কাজে ক্ষোভ জানিয়ে ডেপুটেশন

এসআইআর হেয়ারিং ও ভেরিফিকেশনের কাজে ক্ষোভ জানিয়ে ডেপুটেশন

সেখ সামসুদ্দিন, সারা রাজ্য জুড়ে এস আই আর হেয়ারিং ও ভেরিফিকেশন এর কাজের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেও চলছে এই কাজ। সেই কাজ নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও সহ সভাপতি ভূতনাথ মালিক ই আর ও, বিডিও ও নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন। মেহেমুদ খাঁন বলেন হিয়ারিং কক্ষে কেনো রাজনীতিক দলগুলির বি এল এ ২ দের ভিতরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। যেখানে ভোট চলাকালীন ভোট কক্ষে প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টদের থাকার অনুমতি দেওয়া হয় এখানে কেনো দেওয়া হবে না? এছাড়াও তিনি বলেন জামালপুর ব্লক অনেক বড় ব্লক। ব্লকের শেষ প্রান্ত থেকে ব্লকের দূরত্ব প্রায় ৪০ কিমি। সেখান থেকে ৮০ থেকে ৮৫ বছরের বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, গর্ভবতী মহিলাদের, প্রতিবন্ধী মানুষদের আসার খুবই অসুবিধা তাঁরা দাবী করছেন এই অসুস্থ মানুষগুলোর বাড়িতে গিয়ে তাঁদের হেয়ারিং করতে হবে। এছাড়াও যাঁরা পরিযায়ী শ্রমিক কর্ম সূত্রে বাইরে থাকেন তাদেরকেও জোর করে এখানে আসতে বাধ্য করা হচ্ছে। তাঁরা চাইছেন ভিডিও কলের মাধ্যমে তাঁদের হেয়ারিং করা হোক। এই সমস্ত দাবির কথা তাঁরাই আর ও ম্যাডাম ও বিডিও সাহেবকে জানালে তাঁরা বলেন এই মর্মে তাঁদের কাছে কোনো অর্ডার নাই। এলে তাঁদের জানাবেন বলে জানান। ভারতে জন্মগ্রহণ করে ভারতে বাস করে ভারতীয় বলে প্রমাণ করতে হবে। বিজেপি আর নির্বাচন কমিশন জোট বেঁধে অন্যায় ভাবে মানুষকে বিব্রত করতে, সমস্যায় ফেলতেই এই এস আই আর করা হচ্ছে। তাঁরা বিডিও কে এই বিষয়ে স্মারক লিপি জমা দেন।

Post Comment

You May Have Missed