এসএসসির নাম্বার বিভ্রাটে জেরবার ববিতা পুনরায় হাইকোর্টের দারস্থ,আজ শুনানি

Spread the love

এসএসসির নাম্বার বিভ্রাটে জেরবার ববিতা পুনরায় হাইকোর্টের দারস্থ

সম্প্রীতি মোল্লা

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় যে আবেদনকারীর অভিযোগে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে চাকরি বাতিল ঘোষণা হয়।এমনকি কর্মজীবনে প্রাপ্ত বেতন ধাপে ধাপে দিয়ে হয় অভিযুক্ত কে।সেই ববিতা সরকার এবার নম্বর বিতর্কে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের দারস্থ। স্কুল সার্ভিস কমিশন ভুল করে নম্বর বাড়িয়েছে। নম্বর বিতর্কে এই অভিযোগ স্বীকার করে এবার কলকাতা হাইকোর্টে পুনরায়  ববিতা। তাঁর দাবি -‘  মামলা চলাকালীন অ্যাকাডেমিক স্কোর ৩৩ জানায় এসএসসি। অথচ ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাঁর ২ নম্বর কম রয়েছে’।আগামী  বুধবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে ।ববিতার আরও দাবি, -‘ মামলা চলাকালীন অ্যাকাডেমিক স্কোর ৩৩ জানায় এসএসসি। তবে  যখন ওএমআর শিটের বিতর্কের মাঝে ফলপ্রকাশ করা হয়, তখন দেখা যায়, তিনি ৩১ পেয়েছেন’। এদিকে, এই ২ নম্বর কম থাকায় অন্যান্য চাকরিপ্রার্থীরা দাবি করতে থাকেন, তিনিও সঠিকভাবে চাকরি পাননি। এই ধরনের একটি অভিযোগ ওঠায়, তিনি  এবার নিজেই হাইকোর্টের  দ্বারস্থ হয়েছেন।এসএসসি যে তথ্য দিয়ে এই নম্বর জানিয়েছিল, সেক্ষেত্রে তাঁর কী করার রয়েছে? এই প্রশ্ন ববিতার। ববিতার আইনজীবী রয়েছেন বর্ষীয়ান আইনজীবী  বিকাশরঞ্জন ভট্টাচার্য । বুধবার এই মামলার শুনানি রয়েছে । মামলাকারীর আইনজীবী জানান -‘ এসএসসি-কে জানাতে হবে, আসলে এই ভুল তথ্য কীভাবে তারা দিয়েছিল?’ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  নির্দেশে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পর্যন্ত যায়। চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। এবার নিয়োগ বিতর্কের মাঝেই আবার ববিতার নম্বর নিয়ে বিভ্রাট দেখা গেল। আদালত সুত্রে প্রকাশ, এসএসসির মেরিট লিস্টে ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। লিখিত পরীক্ষায় ববিতার প্রাপ্ত নম্বর ৩৬। অ্যাকাডেমিক স্কোর ৩৩, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮। অ্যাকাডেমিক ক্ষেত্রে ২ নম্বর বেশি পেয়েছেন বলে নিজেই দাবি করেন ববিতা।মেধাতালিকায় ববিতার পরেই রয়েছেন অন্য আরেকজন । স্কুল সার্ভিস কমিশন ঠিক ভাবে বিষয়টি খতিয়ে দেখলে, চাকরি পাওয়ার কথা তারই । প্রকাশ্যে সেই দাবিও উঠেছে । আর এতেই বিতর্ক।এই বিতর্ক এর অবসান ঘটাতে কলকাতা হাইকোর্টের পুনরায় দারস্থ ববিতা সরকার। বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *