ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

Spread the love

ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

। —————————সাধন মন্ডল, বাঁকুড়া:———সারা রাজ্যের সাথে বাঁকুড়ার ওন্দা ব্লকেও তৃণমূল কংগ্রেসের সাতাশ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল ।ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে এদিন দলীয় কর্মী সমর্থকদের একটি মিছিল বাজার পরিক্রমা করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ দলীয় কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ ।এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূলশিক্ষক সমিতির রাজ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবী পলাশ সাধু খাঁ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি বিক্রম জিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌতম গরাই, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজন সরকার বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কার্তিক চন্দ্র দে, শান্তিময় চক্রবর্তী সহ ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক বৃন্দ। পতাকা উত্তোলন এরপর পথসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন আগামী ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করতে হবে। আমাদের দলীয় নেত্রী বাংলার মা মাটি মানুষের সরকার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে যাতে সারা দেশবাসী দেখতে পায় তার জন্য পশ্চিমবঙ্গের সব কটি লোকসভা আসনে আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। বিশিষ্ট শিক্ষক তথা রাজ্য শিক্ষক সমিতির সভাপতি পলাশ সাধুখাঁ সকলকে হাতে হাত রেখে একসাথে আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি আরো বলেন ১৯৯৮ সালে আজকের দিনে আমাদের দল প্রতিষ্ঠা লাভ করেছিল আজকের দিনেই আমাদের শপথের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *