ওম গ্রুপের পক্ষ থেকে শিসমহল গর্বে সহিত পালন করল ২০তম প্রতিষ্ঠা দিবস

Spread the love

ওম গ্রুপের পক্ষ থেকে শিসমহল গর্বে সহিত পালন করল ২০তম প্রতিষ্ঠা দিবস

সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলকাতা যত বড় হয়েছে , হোটেল বারের সংখ্যাও বেড়েছে।সে অর্থে কলকাতার চেয়ে প্রাচীন হাওড়া শহর অনেক পিছিয়ে। তবে গত তিরিশ বছরে হাওড়া শহর শুধু নয়, হাওড়া জেলা বলতে শুরু করে দিয়েছে হাম কিসিসে কম নেহি। মৌরিগ্রাম পেরিয়ে আলমপুর মোড়ে গত ২০ বছর ধরে সুরাপ্রেমীদের রসনা তৃপ্ত করে আসছে শিশমহল বার ও হোটেল। কর্ণধার ওমপ্রকাশ সাউ। মধ্য পঞ্চাশের নিপাট ভদ্র মানুষ। মঙ্গলবার পালন করলেন বারের ২০ তম প্রতিষ্ঠা দিবস। গ্রাহক বন্ধুদের সঙ্গে ব্যবসায় জড়িত বিভিন্ন কোম্পানির সেলস বিভাগের ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ জানিয়েছিলেন। ছিল বার সিঙ্গারদের অনুষ্ঠান। বারের প্রতিটি কর্মীদের, শিল্পীদের , ব্যবসায়িক সহযোগী ব্যক্তিত্বদের জানালেন উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান।

সবচেয়ে চমক ছিল ওমপ্রকাশ বাবুর ব্যবসায় গত ৪০ ও ২৫ বছর যে দুই কর্মী কর্তব্য পালন করে অবসর নিয়েছেন সেই নীহাররঞ্জন কোলে ও বাবলু হাজরাকে সম্মানিত করা। ১ লক্ষ ১ হাজার টাকা আর্থিক মূল্য দিয়ে তাদের সম্বর্ধনা দিলেন ওমপ্রকাশ সাউ।অন্যান্যদের মধ্যে যাঁদের সম্বর্ধনা দেওয়া হয় তাঁদের মধ্যে ছিলেন- দেবজ্যোতি দুরি , দিপু সাউ , দীনেশ পোড়েল , রণদীপ , দীপু মাঝি , অর্ণব যাদব ,দেবাশিস বাগ, সাংবাদিক সন্তোষ তিওয়ারি, আলোকচিত্রী রাজেন বিশ্বাস, পরমেশ্বর সিং, তাপস শেঠ, সুজয় দত্ত , অমিতাভ মিত্র, দেবজিৎ দাস, আনন্দ কুমার, অভিষেক মুখার্জি, সুদীপ্ত দত্ত, সৌম্যজিৎ গুহ, কুমার অভিষেক, অভিষেক দাস, জ্যাকব সাউ, সুরজিৎ দাস, অমল দাস, তপন দাস, দীনেশ জঙ্গিত, হিমাংশু শেখর চৌধুরী, সুনীল শিং, গৌতম সাহা, অমিতাভ, দেবজিত দুয়ারী, দীনেশ পোড়েল, দীপু সাহ, রণদীপ, অর্ণব যাদব, দীপু মাঝি প্রমুখ। সম্মানিত করেন কর্ণধার ওমপ্রকাশ সাউ এবং আগামী প্রজন্মের দায়ভার যিনি সামলাবেন পুত্র বিক্রম সাউ। ওমপ্রকাশ বাবু জানালেন, স্থানীয় প্রশাসন ও গ্রাহক বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে নিবিড়ভাবে। আমরা কলকাতার নিউটাউনে তিনতারা হোটেল অ্যারেস্ট্রোক্রেট অধিগ্রহণ করেছি।অংশীদারি ভিত্তিতে দ্রুত সেই হোটেল চালু হবে নতুন আঙ্গিকে।৯৬ টি রুমসহ তিনটি ব্যাংকোয়েট ও একটি সুইমিং পুলযুক্ত হোটেল আমাদের পরবর্তী পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *