রবিবার DS PRODUCTION এর আয়োজনে ওরিফ্লেম মেগা রাম্প শো সিজন ২ আয়োজিত হলো কলকাতার ভিআইপি রোডের ও-টু অক্সিজেন ব্যাংকোয়েটে ।। অনুষ্ঠানে আয়োজনে ছিলেন DS PRODUCTION এর দুই কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জী ও দেবলীনা মুখার্জী ও যাদের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান নীল বিশ্বাস ও প্রদীপ পোদ্দার।। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট চলচিত্র ও বাংলা টেলি জগতের স্বনামধন্যা অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, জিৎ বসু সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ