ওসির উদ্যোগে ফুটবল খেলার সামগ্রী প্রদান আদিবাসী যুবককে

Spread the love

ওসির উদ্যোগে ফুটবল খেলার সামগ্রী প্রদান আদিবাসী যুবককে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জেলা পুলিশের মানবিক মুখ দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে দাড়াতে।এবার দেখা গেল অন্য এক ভূমিকায়।ফুটবল খেলায় প্রতিভাবান এক দরিদ্র পরিবারের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে তার উৎসাহ উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে খেলার সাজ সরঞ্জাম দিয়ে উৎসাহিত করেন বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া। পুলিশ সূত্রে খবর, ওই প্রতিভাবন ফুটবল খেলোয়াড়ের নাম নিরঞ্জন মুর্মু। বাড়ি সদাইপুর থানার নিধিরামপুর গ্রামে।জানা যায় যে, নিরঞ্জন মুর্মুর পরিবারটি অতি দরিদ্র এবং তাঁদের আর্থিক অবস্থাও শোচনীয়।ফুটবল খেলা বা ভালো ফুটবলার হিসেবে তার স্বপ্ন। কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই অবস্থা। জেলা ও রাজ্য স্তরে ফুটবলার হিসেবে বিভিন্ন পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে নিরঞ্জন মুর্মু। দারিদ্রতা তার কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।না আছে খেলার সাজ সরঞ্জাম,না আছে কোচ। সেই সমস্ত অভাব যন্ত্রণার কথা নিয়ে স্থানীয় সদাইপুর থানার ওসির দ্বারস্থ হয়ে পড়ে আদিবাসী যুবক নিরঞ্জন মুর্মু। উক্ত যুবকের খেলায় দরিদ্রতা যেন বাধা না হয়ে দাঁড়ায় তাই আজ মঙ্গলবার সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া তাঁকে থানায় ডেকে পাঠান এবং তার হাতে ফুটবল খেলার নানান সামগ্রী নিজহাতে তুলে দেন ওসি। খেলার সামগ্রী হাতে পেয়ে স্বভাবতই খুশি হয়ে ওঠে আদিবাসী যুবক তথা ফুটবলার নিরঞ্জন মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *