কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে সত্যাগ্রহ কর্মসূচি কংগ্রেসের,বীরভূমে

Spread the love

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে সত্যাগ্রহ কর্মসূচি কংগ্রেসের,বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে চলছে ক্ষোভ বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি।অনুরূপ রবিবার বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী ইস্যুতে নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে গান্ধী মূর্তির পাদদেশে সত্যাগ্রহ কর্মসূচী পালন করা হয়।
এদিন বক্তব্যের মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব বলেন চোরদের চোর বলার অপরাধে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। আদালত ৩০ দিন সময় দিলেও সুযোগ না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। এটা একটা চক্রান্ত বলে তারা মনে করছেন।স্বৈরাচারী বিজেপি সরকার ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে নিজের অপশাসনকে কাজে লাগিয়ে সর্বভারতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজির সংসদ পদ খারিজ করেছে। তারই প্রতিবাদে জেলা কংগ্রেসের ডাকে রবিবার নলহাটি গান্ধী মূর্তির পাদদেশে সত্যগ্রহ আন্দোলন করা হয়। আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি সরকারকে ভারত বর্ষ থেকে উৎখাত করতে পারছি। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল সেখ, কংগ্রেসের জেলা সহ সভাপতি আসিফ ইকবাল, জেলা সহ সম্পাদক মহম্মদ বদিউজ্জামান, সুভাষ রবি দাস, সাদ্দাম দেওয়ান প্রমুখ কংগ্রেস নেতৃত্ব।একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠানসূচী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কথা শোনান জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *