কংসাবতীর পাঁশকুড়া ব্লক এলাকা অবিলম্বে পূর্ণ সংস্কারের দাবীতে ভুক্তভোগীদের সভা
জুলফিকার আলি,
আগামী নভেম্বর মাসেই কংসাবতী নদীর পাঁশকুড়া ব্লকের অংশটি সহ ক্ষীরাই-বাক্সী-ক্ষীরাই বাক্সী খাল পূর্ণ সংস্কারের কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ সহ সেচ দপ্তরের বিভিন্ন প্রকল্প দ্রুততার সাথে হাত দেওয়ার দাবীতে আজ পাঁশকুড়ার ক্ষীরাই-বাক্সী বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বানে মগরাজবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ভীম বেরা। বক্তব্য রাখেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মলয় মন্ডল,সম্পাদক স্বপন বেরা ও রবীন্দ্র নাথ ধাড়া, বিদ্যুৎ সামন্ত,দেবাশীষ বেরা প্রমূখ। সভা থেকে উপরোক্ত দাবীতে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নারায়নবাবু তার বক্তব্যে কংসাবতী-ক্ষীরাই-বাক্সী সংস্কার সহ বিভিন্ন দাবিতে ৩১ শে অক্টোবর ঘাটালে বানভাসিদের কনভেনশনেও যোগদানের আহ্বান জানান।
