কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সরকারি বেসরকারিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেরূপ সিউড়ির কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় মশাল প্রজ্জ্বলনের মধ্যে।সূচনা করেন অর্কদ্যুতি এডুকেশন্যাল ট্রাস্টের চেয়ারম্যান অনিল চক্রবর্তী। প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও গৌতম মন্ডল , সিউড়ি -১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার শিক্ষক অভিজিৎ নন্দন, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত প্রসাদ লালা , রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস , কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইন্সটিটিউশনের শিক্ষক পার্থসারথি ঘোষ, প্রভাতজ্যোতি জ্ঞানপীঠ ও পরিবারের পক্ষে অধ্যাপক ডঃ অমিয়োতোষ ঘোষ, কড়িধ্যা পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে জয়দীপ মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টজনরা। মোট ২৬ টি ইভেন্টে খেলা হয়। খেলার শেষে ইভেন্ট অনুযায়ী প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় ।শিক্ষক- শিক্ষিকাদের জন্য একটি মনোরম ইভেন্টও রাখা হয় ।শুধু খেলাধূলা নয়, পঠনপাঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য একাডেমিক ক্ষেত্রেও প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় স্থানাধিকারীদের এখানে পুরস্কৃত করা হয়।সেইসঙ্গে সিউড়ী-১ নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে ছাত্র ছাত্রীদের জন্য ঠান্ডা জলের যে অ্যাকুয়াগার্ডটি দেওয়া হয় তার শুভ উদ্বোধন ঘটে আজ বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে। বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।