কদম্বগাছি কাঁঠালিয়া উন্নয়ন সংঘের রক্তদান, স্বাস্থ ও চক্ষু পরীক্ষা ও বৃক্ষ রোপণ।
পারিজাত মোল্লা,
উত্তর ২৪ পরগনার বারাসাত কদম্বগাছি কাঁঠালিয়া উন্নয়ন সংঘ আয়োজিত রক্তদান শিবির, স্বাস্থ ও চক্ষু পরীক্ষা, বৃক্ষ রোপণ এবং গুণিজন সংবর্ধনাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও, জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান, দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, পঞ্চায়েত সভাপতি নিজামুল কবির, সিরাতের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর শিক্ষক আবু সিদ্দিক খান, মহিলা সভানেত্রী ফারহা সুলতানা, ক্লাব সম্পাদক শরিফুল ইসলাম(রাকেশ) সভাপতি জুনেদ আলম,কোষাধ্যক্ষ মাহবুব হোসেন, বিশিষ্ট সঞ্চালক শিক্ষক প্রসেনজিৎ রাহা, দিলীপ মন্ডল প্রমুখ। ক্লাব সম্পাদক শরিফুল ইসলাম বলেন, আমাদের ক্লাবের সারাবছর মানবিক ও সামাজিক কাজকর্ম করে থাকে তারমধ্যে রক্তদান শিবির, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, স্বাস্থ পরীক্ষা, চক্ষু পরীক্ষা বৃক্ষ রোপণ অন্যতম। আমাদের আগামী পরিকল্পনা একটি সাধারণ লাইব্রেরি, ফ্রী কোচিং সেন্টার ওপেন করা। এদিন পুরুষ মহিলা মিলে স্বেচ্ছায় ৭২ জন রক্ত দান করেন।
