কনজারভেন্সি মজদুর নিয়োগে স্থগিতাদেশ জারী হাইকোর্টের

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,


তৃনমূল আমলে বেশিরভাগ সরকারি নিয়োগ ঘিরে দায়ের হয়েছে বহু মামলা।সেই পাহাড় সমান মামলার জটে আটকে প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া । তাতে নবতম সংযোজন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কনজারভেন্সি মজদুরে হাজার শুন্যপদ পূরণের নিয়োগ প্রক্রিয়া। চলতি সপ্তাহে  কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগে অস্বচ্ছতার পিটিশন নিয়ে মামলার শুনানি চলে। সেখানে বিচারপতি পুর নিয়োগে স্থগিতাদেশ জারী করেছেন। আগামী ১১  ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রণব মন্ডল সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী আইনজীবী কল্লোল বসুর মাধ্যমে সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই মামলা টি দাখিল করেছেন।মূলত পুর নিয়োগে রাজ্য শ্রম দপ্তরের উল্লেখিত নির্দেশিকা  এক্ষেত্রে মানা হয়নি বলে অভিযোগ। এক্সেম্পটেড ক্যাটেগরিতে কারা সুবিধা পাবেন পুর নিয়োগে, তা রাজ্য শ্রম দপ্তরের নির্দেশিকায় উল্লেখ রয়েছে। তাই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দরবারে বিচারপ্রার্থীরা।গত বছর রাজ্য প্রশাসনের তরফে কনকারভেন্সি মজদুর পদে এক হাজার জনের শুন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারী হয়েছিল।ওই বছরই এপ্রিল মাসে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। তাতে এক্সেম্পটেড ক্যাটেগরিতে কারা সুবিধা পাবে এই নিয়োগে তা জানিয়েও কোন সুরাহা পাইনি বহু পরীক্ষার্থী। তাই রাজ্য শ্রম দপ্তরের উল্লেখিত নির্দেশিকা কে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়। এই মামলায় এদিন বিচারপতি অমৃতা সিনহা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারী করেন।আগামী ১১ ফেব্রুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে পরীক্ষার্থীদের মতনই এই পুর নিয়োগে অসংখ্য পরীক্ষার্থী খুশি কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশে। কেননা নিয়ম মেনে নিয়োগ চলুক, তা চান পরীক্ষার্থীদের বড় অংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *